প্র্রকৃতির অপরুপ সৌন্দর্যের লীলাভূমি নোয়াখালী জেলার প্রাচুর্যময় নি:সর্গের অধিকারী হাতিয়া জেলার অন্যতম সর্ব্বাচ্চ শিক্ষা প্রতিষ্ঠান হাতিয়া দারুল উলুম কামিল (স্নাতকোত্তর) মাদ্ রাসা ।
এই মাদ্ রাসার প্রতিষ্ঠাতা আমার মাতামহ প্রখ্যাত আলেমেদ্বীন, প্রথীতযশা রাজনীতিবিদ, তৎকালীন পকিস্তানের জাতীয় পরিষদের সরকার দলীয় চীফ হুইপ এবং শিক্ষা মন্ত্রনালয়ের পার্লামেন্টারী সেক্রেটারী মাওলানা আবুল হাসানাত মুহাম্মদ আবদুল হাই ।
১৯৪৮ ইং সনে প্রতিষ্ঠা লাভের পর থেকে মাদ্রাসাটি এ দ্বীপে কুরআন ও হাদিসের শিক্ষার আলো মশাল জ্বেলে সফলভাবে মানুষকে সামাজিক কর্মকান্ড, অর্থনৈতিক মুক্তি ও সচেতনতার প্রেরণা দিয়ে শিক্ষা ও সভ্যতা বিকাশে অবদান রাখছে। মাদ্রাসাটি এতদাঞ্চলে জ্ঞান বিকাশের আলোকে আলোকিত সৎ যোগ্য আদর্শ ও নৈতিকতা সম্পন্ন নাগরিক গড়তে অগ্রণী ভুমিকা পালন করছে তা প্রশংসনীয়। মাদ্রাসার শিক্ষকদের ঐকান্তিকতা, শিক্ষার্থীদের শৃংখলা ও সন্তোষজনক ফলাফলে আমি মুগ্ধ।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা, তার পরিবারের সদস্য বৃন্দ বিশেষ করে সাবেক সচিন জনাব এ,এস,এম রশিদুল হাই এবং গভনিংবডির সদস্য ও শিক্ষক বৃন্দ সহ যাদের অক্লান্ত পরিশ্রম ও আন্তরিক প্রচেষ্টায় মাদ্রাসাটি এ পর্যায়ে এসেছে তাদের সকলের খেদমতকে মহান আল্লাহ রাব্বুল আলামীন ছদকায়ে জারিয়া হিসাবে কবুল করুন আমীন।