স্কুলের নিজস্ব কাঠামো ও নীতিমালা অনুসারে স্কুল পরিচালিত হয়। স্কুলের শৃঙ্খলা বজায় রাখার জন্য স্কুলকে সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে এবং সুন্দরভাবে পরিচালিত করার জন্য নিম্মোক্ত নীতিমালা ও আইন কানুন মেনে চলা হয়।
প্রতি শ্রেণিতে শিক্ষার্থীর সংখ্যা সীমিত।।
English Oriented শিক্ষা প্রতিষ্ঠান। ক্যাম্পাসে ইংরেজী চর্চা বাধ্যতামূলক।
সযত্নে সহীহ কোরান ও ধর্মীয় শিক্ষা প্রদান।
বিষয় ভিত্তিক উচ্চ শিক্ষিত ও প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা দ্বারা পাঠ দান।
প্রাথমিক শ্রেণী সমূহের প্রতিটিতে একই সময়ে ২ জন শিক্ষক দ্বারা পাঠদান।
সৃজনশীল পদ্ধতিতে পাঠদান। ক্লাশ টেস্ট টিউটোরিয়াল এবং টারমিনাল সহ প্রাথমিক শাখায় পরীক্ষা এবং মাধ্যমিক শাখায় ক্লাশটেস্ট, টিউটোরিয়াল, অর্ধ-বার্ষিকী সহ-সকল পরীক্ষা নেয়া হয় এবং গ্রেডিং পদ্ধতিতে পরীক্ষার ফলাফল মূল্যায়ন করা হয়।
বছর কমপক্ষে ৩ বার অভিভাবক সমাবেশ, মত বিনিময় সভা ও ফলাফল বিতরণ করা হয়।
উল্লেখযোগ্য বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণের মাধ্যমে মোধাবিকাশ কার্যক্রম গতিশীল করা।
সমৃ্দ্ধ লাইব্রেরী, বিজ্ঞান ল্যাব, কম্পিউটার প্রশিক্ষণ, খেলাধুলা, সাংস্কৃতি চর্চা ইত্যাদি মাধ্যমে শরীরিক ও মানবিক বিকাশের কার্যক্রম
বার্ষিক বনভোজন, শিক্ষাসফর, সাংস্কৃতিক অনুষ্টান ও বিনোদন মূলক সফরের ব্যবস্থা।
অনগ্রসর ছাত্র-ছাত্রীদের ক্লাস শেষে পাঠদানের সু-ব্যবস্থা ।
Results
Publish Result in HATIA DARUL ULUM KAMIL (M.A) MADRASHA